আহসান কবীরকে চাপা দেওয়া গাড়িচালক গ্রেপ্তার: র্যাব
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে আহসান কবীরকে চাপা দেওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চালক মো. হানিফকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। তবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এ বিষয়ে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবীর খান। কবীর খান দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর সাবেক কর্মীও।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য সব যানবাহনের সঙ্গে উত্তর সিটির ময়লার গাড়িটি আটকে ছিল। সিগন্যাল ছাড়া মাত্রই সিগন্যালে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আহসান কবীর ছিটকে পড়েন।
তিনি বাইকের পেছনে ছিলেন। তাঁর মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এরপর পেছন থেকে লোকজন ধাওয়া দেয় গাড়িটিকে। গ্রিন রোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক এবং তাঁর সহযোগী গাড়ি সেখানে রেখে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেলে দুজন ছিলেন। আরেকজন কোথায়, পুলিশ তা বলতে পারছে না।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মোটরসাইকেলের সেই আরোহীর বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।