‘আশ্বাসে’ শাহবাগ ছাড়লেন প্রতিবন্ধীদের বিদ্যালয়ের শিক্ষকেরা
দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে ডাকা অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা ছাড়েন আন্দোলনরত শিক্ষকেরা। তবে আগামী এক মাসের মধ্যে দাবি আদায়ে কোনো অগ্রগতি না হলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা।
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সমন্বয়ক আরিফুর রহমান আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘গতকাল বেলা সাড়ে তিনটায় আমাদের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের বাসায় যায়। তিনি আমাদের আশ্বস্ত করেন যে স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে আমাদের দাবি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।’ আরিফুর রহমান আরও বলেন, ‘আলোচনা শেষে প্রতিনিধিদল শাহবাগে ফিরে এলে রাত সাড়ে আটটার দিকে আমরা শাহবাগ ছেড়ে যাই। তবে এক মাসের মধ্যে দাবির বিষয়ে কোনো অগ্রগতি না হলে আমরা ফের আন্দোলনে নামব।’
এদিকে চার দিন ধরে চলা ওই অবস্থান কর্মসূচিতে ২৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা অনুভব করায় তাঁদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
গত সোমবার দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ওই সব বিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ শাহবাগ মোড়ে বাধা দেয় তাঁদের। এ সময় শিক্ষকেরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বসে পড়েন। তখন থেকে গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করেন।
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো নিয়োগের তারিখ থেকে বেতন-ভাতা দেওয়া, বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তির ব্যবস্থা করা, বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা, বিদ্যালয়গুলোতে আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা এবং শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া।