২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আপাতত কুকুর অপসারণ করা হচ্ছে না

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেওয়ারিশ কুকুর অপসারণে পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলে আদালতকে এমন তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এ বিষয়ে শুনানি শেষে রাজধানীতে বেওয়ারিশ কুকুর অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রিটটি তালিকা থেকে বাদ দেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, কুকুর অপসারণ নিয়ে নতুন কোনো পদক্ষেপ নেই বলে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন। কুকুর অপসারণ বিষয়ে পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে, তাই রিটের কার্যকরণ নেই। আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

রিট আবেদনকারীদের আইনজীবী সাকিব মাহবুব প্রথম আলোকে বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কথা হয়েছে। মেয়র তাঁকে জানিয়েছেন, আপাতত কুকুর অপসারণ করা হচ্ছে না। এই তথ্য আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। তবে কুকুর অপসারণের বিষয়ে যদি দক্ষিণ সিটি করপোরেশন ভবিষ্যতে কোনো কার্যক্রম গ্রহণ করে, তাহলে রিটটি উত্থাপন করা যাবে বলা হয়েছে।

রাজধানীতে বেওয়ারিশ কুকুর অপসারণে ডিএসসিসির কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে গত ১৭ সেপ্টেম্বর রিটটি করা হয়। অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামের দুটি প্রাণী কল্যাণ সংগঠন ও অভিনেত্রী জয়া আহসান আবেদনকারী হয়ে রিটটি করেন। গত ১২ অক্টোবর রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানালে আদালত এক মাসের জন্য শুনানি মুলতবি করেন। এই সময় কুকুর নিধন না করার বিষয়ে দক্ষিণের মেয়রের সঙ্গে কথা বলবেন বলে সেদিন আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর আজ রিটটি শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিস ভাট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম আহমেদ। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব।