প্লাস্টিক দূষণ রোধে সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি প্রজ্ঞার
সিগারেটের ফিল্টার ও ভেপিং পণ্যে ব্যবহত প্লাস্টিক নিষিদ্ধের মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবিলার আহ্বান জানিয়েছে স্টপ টোব্যাকো পলিউশন অ্যালায়েন্সের সদস্য গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) ১৮৩টি সদস্য দেশের অংশগ্রহণে গত ১০ ফেব্রুয়ারি ২০২৪–এ অনুষ্ঠিত কপ-১০ এর সভায় গৃহীত আর্টিক্যাল ১৮ (পরিবেশ সুরক্ষা) বিষয়ক যুগান্তকারী সিদ্ধান্ত তুলে ধরা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার দ্রুত নিষিদ্ধের সুপারিশ করেছে যেহেতু ‘এগুলো অপ্রয়োজনীয়, পরিহারযোগ্য ও ক্ষতিকর একক ব্যবহার্য প্লাস্টিক, যা দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে, অণুজীব ও সামুদ্রিক জীব ধ্বংস করে এবং সাগরে দূষণ ঘটায়।’ অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ইতোমধ্যে ডিসপোজেবল ভেপিং পণ্য নিষিদ্ধ করেছে। বেলজিয়াম ও নেদারল্যান্ড সিগারেটের ফিল্টার নিষিদ্ধ করতে কাজ করছে এবং বেনিন, চাদ ও গাম্বিয়া এ ক্ষেত্রে তামাক শিল্পের ওপর কর আরোপ করেছে।
তামাকের পরিবেশ দূষণ বিষয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৭১ বিলিয়ন সিগারেট ফিল্টার বর্জ্য হিসেবে ছড়ায়। সিগারেট ফিল্টার প্রকৃতির সঙ্গে মিশতে প্রায় এক দশক সময় নেয় এবং মিশে যাওয়ার সময় সাত হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ নির্গত করে। প্লাস্টিক দূষণ মোকাবেলায় সরকারের উচিত হবে সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধ করা।
ডব্লিউএইচও এফসিটিসির সদস্য হিসেবে তামাক নিয়ন্ত্রণবিষয়ক বৈশ্বিক চুক্তি বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের।