সাড়ে ৭ ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় ছাড়লেন শিক্ষার্থীরা

সায়েন্স ল্যাবরেটরি মোড় দখল করার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সাধারণ মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হয়ছবি: আশরাফুল আলম

টানা সাড়ে সাত ঘণ্টা অবরোধ করার পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ছেড়ে দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা সায়েন্স ল্যাবরেটরি মোড় ছেড়ে যান।

সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। ‘বাংলা ব্লকেড’ নামের এই অবরোধ কর্মসূচির কারণে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। আন্দোলনকারীরা মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তখন তাঁরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এসব স্লোগান দেন।

সরকারি চাকরিতে নিয়োগে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল ও সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় তাঁরা সড়ক ছেড়ে যান।