২৮ অক্টোবর থেকে ২১৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে দায়ের হওয়া একাধিক মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে ২১৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, গতকাল গাজীপুর সাইনবোর্ড এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের সময় সুজন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর মতিঝিল এলাকা থেকে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত পটুয়াখালীর দুমকি থানা কৃষক দলের নেতা আবদুল মালেক মৃধা ও যশোরের কোতোয়ালি থানা থেকে ইউনিয়ন বিএনপি সহসভাপতি আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব বলছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী একটি মহল হামলা–নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। গত ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ জনতার ওপর হামলা–আক্রমণ চালায়। একই সঙ্গে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। দুষ্কৃতকারীরা প্রধান বিচারপতির বাসভবনেও হামলা ও ভাঙচুর করে।