আখতার গ্রুপ ও ইউনিভার্সেল মেডিকেলের মধ্যে করপোরেট স্বাস্থ্য চুক্তি
আখতার গ্রুপ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর পক্ষে ওই হাসপাতালের মানবসম্পদ ও সাপ্লাই চেইন বিভাগের মহাব্যবস্থাপক উইং কমান্ডার (অব.) মো. আব্দুল হাফিজ সরকার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন এবং আখতার গ্রুপের চেয়ারম্যান কে এম আখতারুজ্জামানের পক্ষে আখতার ফার্নিশার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) মো. নাসির উদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সেলস) দুলাল রায়।
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) সি এফ জামান, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন ও এক্সিকিউটিভ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) উম্মে সালমা ইসলাম এবং আখতার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. ওবায়দুল হক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. ইমতিয়াজ আহমেদ।
চুক্তির আওতায় আখতার ফার্নিশার্সের সব কর্মকর্তা, সদস্য এবং তাঁদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।