মালিবাগে ভবনের ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মী নিহত
রাজধানীর মালিবাগে একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা (৪০) নামের এক গৃহকর্মী মারা গেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই গৃহকর্মী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা প্রথম আলোকে বলেন, মালিবাগে মাধবীলতা নামের একটি ভবনের দশম তলার ফ্ল্যাটে থাকেন ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলাম। তাঁর বাসায় কাজ করতেন আনোয়ারা। তিনি সেখানে ১৬-১৭ মাস ধরে কাজ করছিলেন। ওই ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
ওসি সুজিত বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি। সেখানে দেখা যাচ্ছে, ওই নারী ছাদের ওপর হাঁটাহাঁটি করছেন। তিনি অসাবধানতাবশত পড়ে গেলেন, নাকি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। স্বামীর সঙ্গে তাঁর তালাক হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে কি না, জানতে চাইলে ওসি সুজিত কুমার সাহা বলেন, আনোয়ারার পরিবারের সদস্যরা ঢাকায় আসছেন। তাঁরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।