আন্দোলনে হামলার ঘটনায় বিএসএমএমইউর চিকিৎসক গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার একটি মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) তাঁকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বিএসএমএমইউয়ে হামলা করেছিলেন দুষ্কৃতকারী অনেকে। তাঁদের মধ্যে সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক একজন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গাজীপুর মহানগর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, ডা. মো. হাসানুল হক বিএসএমএমইউর নাক, কান ও গলা বিভাগে কর্মরত ছিলেন।