ঢাকায় সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ছে

সিএনজি স্টেশনফাইল ছবি

রাজধানীর সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দিনে টানা সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখতে আজ বুধবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে, ঢাকার যানজট কমাতে সিএনজি স্টেশন বন্ধ রাখার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে প্রতিদিন বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢাকা মহানগরের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে।

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর প্রথম আলোকে বলেন, এখনো লিখিত নির্দেশনা পাননি। তবে যানজট তৈরির মতো ভিড় সিএনজি স্টেশনে নেই। সব পক্ষ কার্যকর ব্যবস্থা নিলে এটি না করেও যানজট নিয়ন্ত্রণ করা যেত। এরপরও সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়িয়ে যদি যানজট কমে, তাঁরা এটিকে স্বাগত জানান।

গত ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপনে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমানো হয়েছিল। এ হিসাবে গত জানুয়ারি থেকে এত দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনে তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হতো। এর আগে গত ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো।