রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বস্তিতে আগুন
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রাত ৯টা ৭ মিনিটে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কী থেকে, তা জানা যায়নি। কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, খবর পেয়ে আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাকি ইউনিটগুলো ফিরিয়ে আনা হয়।
গত মার্চ মাসে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কুনিপাড়া বস্তিতে ও মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এর আগের মাসে মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে বেশ কয়েকটি ঘর।