সব্যসাচী প্রকাশনীর স্টলে হট্টগোল, তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় বেড়েছে তিন দিন
অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ প্রকাশনীর স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির গতকাল রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি প্রতিবেদন দিতে পারেনি। এ অবস্থায় প্রতিবেদন দেওয়ার সময় আরও তিন দিন, তথা আগামী বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
তদন্ত কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির উপপরিচালক মোহম্মদ খোরশেদ আলম আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা সব্যসাচীর স্টলে ওই হট্টগোলের ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। এর পর থেকে স্টলটি বন্ধ রয়েছে। ঘটনার পরদিন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বইমেলায় ওই ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।