সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী লীগ ও বিএনপিপন্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৩-২৪) দুই দিনব্যাপী নির্বাচন ১৫ ও ১৬ মার্চ। তবে ভোটের এক দিন আগে গতকাল সোমবার নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এমন প্রেক্ষাপটে ভোট হবে কি না, কে আহ্বায়ক হবেন, নাকি উপকমিটির অপর সদস্যরা নির্বাচন পরিচালনা করবেন—এ নিয়ে আজ মঙ্গলবার দিনভর আইনজীবীদের মধ্যে আলোচনা চলে।
অবশ্য সন্ধ্যার পর সমিতি প্রাঙ্গণে আহ্বায়ক কমিটির প্রধান নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তাপ ছড়ায়। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক হিসেবে মো. মনিরুজ্জামানকে মনোনীত করেন। অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীরা এ এস এম মোকতার কবির খানকে আহ্বায়ক মনোনীত করেন।
প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবীর ভাষ্য, সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক মনোনীত করার পর বিএনপি সমর্থিত আইনজীবীরা মোকতার কবির খানকে আহ্বায়ক হিসেবে ঘোষণা দেন। মনিরুজ্জামান নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ব্যালট পেপারে সই করতে সমিতির তিনতলার সম্মেলনকক্ষে যান। এতে আপত্তি জানান বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা কিছু ব্যালট পেপার ছিনিয়েও নেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল, হইচই ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে রাত পৌনে দশটার দিকে নির্বাচন উপকমিটির সদস্য আসাদুজ্জামান মনির প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামান নির্বাচনী কাজের জন্য সমিতির তৃতীয় তলায় সম্মেলনকক্ষে যান। তখন বিএনপিপন্থী কিছু আইনজীবী ব্যালট পেপার ছিনিয়ে নেন। ৯টার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ আসে। এখন পরিস্থিতি শান্ত। ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ১৪টি পদের বিপরীতে ২৯ প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটারসংখ্যা ৮ হাজার ৬০২।
সভাপতি এক, সহ-সভাপতি দুটি, সম্পাদক একটি, কোষাধ্যক্ষ একটি, সহ-সম্পাদক দুটি এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪ টি পদে এক বছর মেয়াদের জন্য ওই নির্বাচন হয়ে থাকে।
সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে বর্তমান সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে আছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। আর সহ–সম্পাদক ও কোষাধ্যক্ষসহ অপর সাতটি পদে আছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য এর আগে সমিতির বর্তমান সম্পাদক মো. আবদুন নূর (আওয়ামী লীগ সমর্থিত প্যানেল হতে নির্বাচিত) আইনজীবী শাহ খসরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের উপ–কমিটি ঘোষণা করেন। অন্যদিকে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সম্পাদক মাহফুজ বিন ইউসুফ (বিএনপি সমর্থিত প্যানেল হতে নির্বাচিত) আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান আহ্বায়ক করে সাত সদস্যের উপ কমিটি ঘোষণা করেন।
তবে ২ মার্চ উভয়পক্ষের সম্মতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৩-২০২৪) নির্বাচন পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট উপ-কমিটি পুর্নগঠন করা হয়ে। সোমবার মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র দেন।