মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আলোচনা সভায় স্মরণ করা হলো অধ্যাপক নূরুল উলাকে৷ ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে গণহত্যার ভিডিও চিত্র ধারণ করেছিলেন বুয়েটের এই অধ্যাপক। তাঁর ভিডিও চিত্রটিকে মুক্তিযুদ্ধের একটি দলিল হিসেবে উল্লেখ করেছেন বুয়েটের উপাচার্য।
বুধবার বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বুয়েটের কাউন্সিল ভবনে এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় অধ্যাপক নূরুল উলার ধারণকৃত গণহত্যার সেই ভিডিও চিত্র (এনবিসি নিউজে প্রকাশিত) প্রদর্শন করা হয়৷ এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে নূরুল উলার সাক্ষাৎকার সংবলিত একটি লিফলেটও প্রকাশ করেছে বুয়েট। নূরুল উলা ১৯৭১ সালে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার। তিনি বলেন, ‘অধ্যাপক নূরুল উলা স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুয়েট ক্যাম্পাসে আমাদের কিছু একটা করা উচিত। সেটা হতে পারে নূরুল উলা স্যার যে গবেষণাগারে কাজ করতেন, সেটি তাঁর নামে নামকরণ করা বা বিশ্ববিদ্যালয়ের কোনো ভবন তাঁর নামে নামকরণ করা কিংবা নূরুল উলা স্যারের নামে বৃত্তি চালু করা। তাছাড়া তাঁর নামে কোনো কিছু করা যায় কি না, সে বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো যেতে পারে৷’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান। মুখ্য আলোচক ছিলেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ৷ রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বুয়েটের সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট, পরিদপ্তর ও দপ্তরের পরিচালক, হল প্রাধ্যক্ষ, শিক্ষক, অফিস প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷