সিটিটিসি প্রধানের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান (অতিরিক্ত পুলিশ কমিশনার) মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াডের (কে-৯) প্রশিক্ষণ দেখতে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পিটার হাস।
ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিটার হাস মিন্টো রোডে সিটিটিসির কম্পাউন্ডে ডগ স্কোয়াডের প্রশিক্ষণ দেখতে যান। পরে সিটিটিসি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জঙ্গিবাদ দমনের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এ সময় জঙ্গিবাদ দমন নিয়ে প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলামসহ সিটিটিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাইবার হুমকি মোকাবিলায় সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে সিটিটিসির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।