নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি: মহিলা পরিষদ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষে শোভাযাত্রার পর সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা, ২৫ নভেম্বরছবি: সংগৃহীত

নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। নারীর প্রতি পুরুষের অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারীর উন্নয়নকে ব্যাহত করছে। এ অবস্থায় নারীর সমঅধিকার নিশ্চিতে ছাত্রসমাজকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত শোভাযাত্রায় এ কথাগুলো বলেন বক্তারা। আজ সোমবার ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪। দিবস পালন উপলক্ষে মহিলা পরিষদ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করে।

‘পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি’ স্লোগানের আলোকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। সহিংসতার ঘটনা কেবল নারীর জীবনকেই বিপন্ন করে না; বরং রাষ্ট্রীয় ও সামাজিক অগ্রগতিতে বাধা দেয়। তিনি নারীর প্রতি সহিংসতা নির্মূলে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। ঘোষণাপত্রে বলা হয়, জেন্ডার সমতাপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি বড় বাধা হিসেবে কাজ করছে। সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক-মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি, খুন, ধর্ষণের ঘটনা ঘটছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়ে, নারীর প্রতি অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, নারীবান্ধব আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারা, বিচারিক কাজে দীর্ঘসূত্রতার ফলে নারীর উন্নয়ন, তথা দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মূলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির অধিকার, সন্তানের অভিভাবকত্ব— এসব ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে হবে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, নারী নির্যাতনের বিরুদ্ধে আইন প্রণয়ন ও যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিতে ছাত্রসমাজের ভূমিকাকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতা, সম্পাদক, বেলাব, টঙ্গী, সাভার ও নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠক, পাড়া কমিটির সদস্য, শ্রমিক নারী সংগঠনের প্রতিনিধি, গার্লস গাইড প্রতিনিধি, ঢাকার ওয়াইডব্লিউসির শিক্ষার্থী ও গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি সঞ্চালনা করেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা।

আরও পড়ুন