অবস্থান কর্মসূচিতে বিএনপি–আওয়ামী লীগ কাউকে অনুমতি দেওয়া হয়নি: ডিএমপি
শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হয়নি বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে। শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করেছে বিএনপি। ওই কর্মসূচি থেকে শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার প্রবেশপথগুলোতে শান্তি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তারা ডিএমপির কাছে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের (শনিবার) সব রাজনৈতিক দলের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।