নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি পুরোনো দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. শাহজাহান খাঁ (৪০)। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দুজনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, মো. শাহজাহান খাঁর শরীরের ৬০ ভাগ পুড়েছিল। ভোর সোয়া ৬টার দিকে মারা গেছেন তিনি।
মো. শাহজাহান খাঁ ডালপট্টি এলাকায় মালামাল বহন করতেন। তিনি নারায়ণগঞ্জের শহীদ নগর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনায়, দুই সন্তান নিয়ে তাঁর স্ত্রী সেখানে থাকেন।
গত শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন একটি শত বছরের পুরোনো দোতলা ভবনে গ্যাসলাইনের ছিদ্র থেকে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গদিঘরের মালিক, কর্মচারী, শ্রমিকসহ নয়জন দগ্ধ হন।