সাবেক মেয়র আতিকের নিয়োগ দেওয়া ১২ জনের নিয়োগ বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায়ে নিয়োগ দেওয়া ১২ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন-২০০৯ অনুযায়ী এসব নিয়োগ বাতিল করে গত বৃহস্পতিবার অফিস আদেশ জারি করা হয়।

নিয়োগ বাতিল হওয়াদের মধ্যে মেয়র আতিকুল ইসলামের উপদেষ্টামণ্ডলীর সদস্য রয়েছেন ছয়জন। এ ছাড়া বিভিন্ন বিষয়ের তিনজন পরামর্শক, দুজন পিয়ন এবং একজন বাবুর্চি (কুক) রয়েছেন। তাঁদের মধ্যে উপদেষ্টাদের নিয়োগ ছিল বিনা বেতনের (অবৈতনিক)। পরামর্শকদের দুজনকে সরকারি পাওনাসহ সম্মানী ভাতায় আর একজনকে সর্বশেষ নিজ বেতনের সমান পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছিল। বাবুর্চিকে দক্ষ শ্রমিক ও দুজন পিয়নের অদক্ষ শ্রমিক বিবেচনায় পারিশ্রমিক দেওয়া হতো।

নিয়োগ বাতিল হওয়া উপদেষ্টারা হচ্ছেন নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের স্থপতি ইকবাল হাবিব, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ, নগর গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক সালমা এ শফি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার। ২০২২ সালের ৯ নভেম্বর তাঁদের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে সম্পৃক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে ইমরান আহমেদ মেয়রের ভাইয়ের ছেলে। এ ছাড়া গত বছরের এপ্রিলে নগর অগ্নিনিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খানকে।

আর গত বছরের পয়লা অক্টোবর স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ৭২ ধারা অনুযায়ী সাবেক মেয়র আতিকুল ইসলামের ইচ্ছায় দুজন পিয়ন ও একজন বাবুর্চি নিয়োগ করা হয়। তাঁরা হচ্ছেন বাবুর্চি সাইদুল ইসলাম, পিয়ন আশিকুর রহমান ও সাইফুল ইসলাম।