হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি, মিরনজিল্লার হরিজনদের আপাতত উচ্ছেদ নয়

হাইকোর্ট ভবনফাইল ছবি

পুরান ঢাকার মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদপ্রক্রিয়ায় ৩০ দিনের জন্য স্থিতাবস্থা বজায় রাখা এবং অস্থায়ী আশ্রয়ণের ব্যবস্থাসংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই নির্ধারণ করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ সোমবার এ আদেশ দেন।

গত ১২ জুন ‘প্রতিবাদ করে উচ্ছেদ ঠেকাল শিক্ষার্থীরা, আতঙ্কে বাসিন্দারা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। পরদিন প্রতিবেদনটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রিট করেন। তাঁরা হলেন মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে উচ্ছেদপ্রক্রিয়ার ওপর ৩০ দিনের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষগুলোকে নির্দেশ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন এই সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (দক্ষিণ সিটি করপোরেশন) ওই কলোনির সংশ্লিষ্ট বস্তিবাসীর জন্য রাষ্ট্রের অধীনে থাকা খালি জায়গায় অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট জায়গার ব্যবস্থা করার পর ওই কলোনির সংশ্লিষ্ট বস্তিবাসীকে সেখানে স্থানান্তর করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা আজ চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আদালতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুরাদ রেজা। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।

পরে আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি ৪ জুলাই আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। ফলে স্থিতাবস্থা বজায় রাখাসহ হাইকোর্টের আদেশ বহাল আছে। হাইকোর্ট তাদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তা করা হয়নি।’

আরও পড়ুন

দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট রাষ্ট্রের খালি জায়গায় পুনর্বাসন করতে সিটি করপোরেশনকে আদেশ দিয়েছেন। এই আদেশ নজিরবিহীন। কারণ, সিটি করপোরেশন স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। রাষ্ট্রের খালি জায়গায় সিটি করপোরেশন কীভাবে তাদের পুনর্বাসন করবে। সিটি করপোরেশন হরিজন কর্মচারীদের জন্য দুটি বহুতল ভবন করেছে। তাদের সেখানে স্থানান্তর করা হয়েছে।’