চলতি সপ্তাহে ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ রয়েছে: ডিএমপি

ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ১৩ জুলাইছবি: ডিএমপি নিউজের সৌজন্যে

চলতি সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা, উল্টো রথযাত্রা, তাজিয়া মিছিলসহ বেশ কিছু কর্মসূচি থাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এস এম মেহেদী হাসান বলেন, চলতি সপ্তাহে তিন দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার ১৫ জুলাই রয়েছে উল্টো রথযাত্রা। আর ১৭ জুলাই রয়েছে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল। এ ছাড়া কোটাবিরোধী আন্দোলন চলমান। এসব কারণে এ সপ্তাহে ট্রাফিক ব্যবস্থাপনায় চালেঞ্জ রয়েছে। নগরবাসীর জনভোগান্তি কমাতে কাজ করে যাচ্ছেন ট্রাফিক বিভাগের সব সদস্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, ঢাকা শহরের প্রধান প্রধান সড়ক অটোরিকশা চালানোর কোনো সুযোগ নেই। আর ঢাকার অধিকাংশ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। আর নগরের ট্রাফিক পুলিশসহ পুলিশের ক্রাইম বিভাগকে ফুটপাত দখলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।