সড়কে প্রাণ গেল ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের পাশে গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন আবুল হাসেম (৪৪) নামের এক পরিচ্ছন্নতাকর্মী। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

হাসেম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। পরিবার সূত্র জানায়, হাসেম দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে খিলক্ষেতের টানপাড়ায় থাকতেন। আজ বুধবার ভোরে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে তিনি ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক পরিচ্ছন্নতার কাজে যান।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাহান হক বলেন, আজ ভোর চারটার দিকে হাসেম গলফ ক্লাবের প্রধান ফটকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির কোনো গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় হাসেমের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসেমের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খামারগাঁও এলাকায়।