ঢাবিতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়কের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফটক দিয়ে ঢুকতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মিশু আলী সুহাশছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মিশু আলী সুহাশ নামের এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যান চলাচল নিয়ন্ত্রণ টিমের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন। তিনি রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ভুক্তভোগী সুহাশ রাজধানীর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

লিখিত অভিযোগে সুহাশ বলেছেন, ‘আমি বাইক নিয়ে বিশ্ববিদ্যালয়ের রুট ব্যবহার করে মন্দিরে যেতে চাইলে তারা আমাকে আটকায়। আমি বাইক থেকে নেমে ছবি নেওয়ার সময় তারা আমার হাত থেকে ফোন কেড়ে নেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার গালে থাপ্পড় মারে। আমি এই হেনস্তার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা আমাকে বলেছে, অনুমতি ছাড়া আমি ক্যাম্পাসের ছবি তুলতে পারব না। এই পরিস্থিতিতে আমার দাবি, সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে যারা আমাকে হেনস্তা করেছে, তাদের শাস্তির আওতায় আনা হোক।’

ভুক্তভোগী শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ ফটক দিয়ে রমনা কালীমন্দিরে যেতে চেয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিমের সদস্যরা অপারগতা জানান। পরে তিনি মূল ফটকের ছবি তুলতে গেলে তাঁর সঙ্গে অসদাচরণ করেন।

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘আমি গতকাল এমন একটা ঘটনা শুনেছি। তবে আমার কাছে এখনো চিঠি পৌঁছায়নি।’