চারুকলায় চলছে প্রদর্শনী ‘মৃত্তিকাঞ্জলি’

প্রদর্শনীতে রয়েছে শতাধিক ভাস্কর্যছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে অধ্যাপক আজহারুল ইসলাম শেখের ‘মৃত্তিকাঞ্জলি’ শীর্ষক একক স্টুডিও সিরামিক আর্ট প্রদর্শনী। মৃত্তিকাঞ্জলি নামে এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে শতাধিক ভাস্কর্য। মৃৎশিল্প প্রাচীন বাংলার আদি শিল্পধারা। এই মৃৎশিল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সমকালীন ইতিহাস।

শিল্পী অত্যন্ত সচেতনভাবে চিরায়ত যুগল ভালোবাসা, অসংখ্য দণ্ডায়মান হাত ও মাথা, বেশ কিছু শায়িত হাত ও মাথা, অগণিত নক্ষত্র বিন্যাস করেছেন। এসবের মধ্য দিয়ে শিল্পী মানুষের ঐক্য, শক্তির ঐক্য এবং বস্তুর ঐক্যকে সামষ্টিকভাবে উপস্থাপন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১৯ ফেব্রুয়ারি সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনসহ চিত্রশিল্পী, শিক্ষার্থীরা।

অধ্যাপক রফিকুন নবী বলেন, আজহারুল ইসলাম শেখ তাঁর এই কাজের মধ্য দিয়ে চেনা জগৎটাকে স্বকীয় বৈশিষ্ট্যে তুলে এনেছেন।

অধ্যাপক মুহম্মদ ইউনুস বলেন, সিরামিকসের যে বিভাগগুলো রয়েছে, যেমন এর ব্যবহারিক, বিন্যাস ও শৈল্পিক দিক; এর সবই উপস্থাপন করা হয়েছে এ প্রদর্শনীতে।
শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, লোকশিল্পের ব্যবহারকে নিজস্ব বোধের মধ্যে এনে তিনি উপস্থাপন করেছেন এ প্রদর্শনীর কাজে।

ছোট-বড় বিভিন্ন আকারের, বিভিন্ন পুরুত্বের, বিভিন্ন বৈশিষ্ট্যের শিল্পকর্ম হলেও প্রতিটিই ধূসর রঙের। শিল্পী নমনীয় মাটির আকৃতিকে বিভিন্ন রাসায়নিক মিশ্রণে প্রয়োজনীয় তাপ ও চাপ ব্যবহার করে চাকচিক্য এবং ঝলমলে শিল্পের মধ্যেও প্রকৃত পলিমাটির ধূসর রংকেই ধরে রেখেছেন।

প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী।