মেরাদিয়ায় বাসায় বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ
রাজধানীর মেরাদিয়ার একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মেহেদি ইসলাম ওরফে মবিন (২৫) নামের ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়। মেহেদি বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
মেহেদির বাবার নাম মাহমুদুল ইসলাম। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিন ভাইয়ের মধ্যে মেহেদি ছোট ছিলেন।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, মেহেদি সপরিবার মেরাদিয়ার হিন্দুপাড়ায় থাকতেন। আজ সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বাসার খাটের ওপর থেকে মেহেদির লাশ উদ্ধার করে। তাঁর গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের দাগ রয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, পরিবার ও প্রতিবেশীরা বলছেন, মেহেদির শোবার ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরিবারের সদস্যরা তাঁকে আজ সকালে ডাকাডাকি করেন। মেহেদির কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা প্রতিবেশীদের ডেকে আনেন। পরে তাঁরা দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। তাঁরা সিলিং ফ্যান থেকে তাঁর নিথর দেহ নিচে নামিয়ে আনেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি ফারুকুল আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।