‘প্রত্যয়’ প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

‘প্রত্যয়’ স্কিম বাতিল করে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দুপুর ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষকদের অবস্থান। ঢাকা, ৩০ জুনছবি: আশিকুজ্জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নতুন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন।

শিক্ষকেরা আজ রোববার সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস নেননি। তবে শিক্ষার্থীদের চলমান পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত ছিল। কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা বক্তব্য দেন।

বক্তৃতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন-সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষকেরা এ কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তে এ কর্মসূচি পালিত হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এর মধ্যে দাবি পূরণ না হওয়ায় আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তাঁরা।

শেখ মাশরিক হাসান জানান, আজ দাবি পূরণের কোনো বার্তা না এলে আগামীকাল সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। এই সময় সব ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজসহ সবকিছু থেকে বিরত থাকবেন শিক্ষকেরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন। তাঁরা বেলা একটা পর্যন্ত দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন। প্রত্যয় প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারী ঐক্য পরিষদ। পরিষদের নেতাদের অভিযোগ, সর্বজনীন পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপন বৈষম্যমূলক। তাই ‘প্রত্যয়’ বাতিল করতে হবে।