রাজধানীতে পৃথক গুলির ঘটনায় তিনজন আহত

গুলিপ্রতীকী ছবি

রাজধানীর কদমতলী ও বাড্ডা এলাকায় গুলিতে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এসব গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, কদমতলী এলাকায় একটি রড তৈরি কারখানার দুই নিরাপত্তাকর্মী মো. মনির (৪৫) ও মো. আল আমিন (৪০) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আর বাড্ডায় গুলিতে আহত হয়েছেন সাইফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি।

দুই নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কারখানার তত্ত্বাবধায়ক মো. সবুজ বলেন, রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মনির ও আল আমিন। রাত দুইটার দিকে বাইরে মানুষের শব্দ পেয়ে দুজন টর্চলাইট জ্বালিয়ে এগিয়ে যান। তখন এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। তাঁদের পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে গতকাল রাত ৯টার দিকে ঢাকার পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তির গুলিতে  সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁর ডান পায়ের ঊরুতে গুলি লাগে। সাইফুলের খালাতো ভাই মনির হোসেন বলেন, কী কারণে কারা তাঁর ভাইকে গুলি করেছে, সেটা এখনো জানতে পারেননি তাঁরা। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ দুই নিরাপত্তাকর্মী চিকিৎসা শেষে চলে গেছেন। আর সাইফুলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।