প্রায় ৬ ঘণ্টা পর সায়েন্স ল্যাবরেটরি মোড় ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
প্রায় ৬ ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। নগরের গুরুত্বপূর্ণ এই মোড়টি দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখায় এর প্রভাব পড়ে অন্যান্য সড়কে ও অলিগলিতে। এর ফলে দিনভর তীব্র যানজটে মানুষজনকে চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় যানবাহনে থাকতে না পেরে অনেকেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হন।
পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ তাঁরা বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকালও তাঁরা একই স্থানে এ ধরনের কর্মসূচি পালন করেন।
এদিকে শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে আজ বিবৃতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আন্দোলনকারীরা আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করেন। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান শিক্ষা উপদেষ্টার দেওয়া বিবৃতির প্রসঙ্গ টানেন। তিনি বলেন, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন কিংবা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়নি। বিবৃতিটি সাত কলেজের শিক্ষার্থীদের হতাশ করেছে। তাই অনতিবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দাবি না মানলে শিক্ষার্থীরা হয়তো গণ-অনশন কর্মসূচিতে যাবেন। তবে পরবর্তী কর্মসূচি আগামী শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া আন্দোলনকারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারসহ প্রতিটি কলেজের বিভাগভিত্তিক অনলাইনে আলোচনা সভা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।