শাহজাহানপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

আহত পুলিশ সদস্য মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেছবি: প্রথম আলো

রাজধানীর শাজাহানপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান (২৪)। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। শাহজাহানপুর রেললাইনের কাছে সিটি করপোরেশনের জায়গায় একটি কাঁচাবাজার রয়েছে। সেখানে উচ্ছেদ অভিযানে গেলে দোকানদার ও স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তাঁরা সিটি করপোরেশনের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়েন। এর মধ্যে একপর্যায়ে পুলিশ মেহেদী হাসান গুলিবিদ্ধ হন। তিনি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিএমও) কর্মরত।

আহত পুলিশ সদস্য মেহেদী হাসান বলেন, তাঁরা ম্যাজিট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন। সেখানকার স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালান। তখন ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়েন। তখন একটি গুলি এসে তাঁর পায়ে লাগে। তিনি বলেন, কার ছোড়া গুলি এসে তাঁর শরীরে লেগেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।