ঢাকায় আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার ১

হাতকড়াপ্রতীকী ছবি

রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরকসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন সাজ্জাদ হোসেন রাহাত (৪২)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১০টি কার্টন ও ১০০টি প্যাকেট পাওয়া যায়। এগুলোতে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক পদার্থ ছিল।

নতুন বছর উদ্‌যাপন নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের আতশবাজি ও পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, চকবাজার থানার বড় কাটরা গলির সোলায়মান টাওয়ারসংলগ্ন আরিফ ট্রেডার্সের ভেতরে কয়েকজন ব্যক্তি অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনাবেচার জন্য অবস্থান করছেন, এমন খবর পেয়ে ডিবি সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাজ্জাদ হোসেন আটক হন। বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পাতা বোমা ও রকেট বোমা। এ সময় রাহাতের সঙ্গে থাকা আরও ২–৩ জন দৌড়ে পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনাবেচা, মজুত ও পরিবহন চক্রের সদস্য। চক্রের সদস্যরা সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন।