রাজধানীতে শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’
রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দুই দিনের ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’। অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এ আয়োজনে করেছে।
ভারতের নামীদামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও আবাসিক বিদ্যালয়ের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নিয়েছেন।
এ আয়োজনে ভারতীয় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা সঠিক কোর্স বেছে নিতে এবং ভর্তিসংক্রান্ত হালনাগাদ ও সঠিক তথ্য বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন।
স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে অন-স্পট আবেদন করার এবং শতভাগ মেধাভিত্তিক বৃত্তি অর্জনের সুযোগ পাবেন।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, এ আয়োজন শুধু ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থী ভর্তির একটি প্ল্যাটফর্ম নয়। বরং অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা, একাডেমিক অংশীদারত্ব এটা।
এ আয়োজনে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, ক্লাউড কম্পিউটিং, বিবিএ, এমবিএ, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো কোর্সে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং পেশাজীবীরা স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে অংশ নিতে পারবেন। বিনা মূল্যে এক্সপোতে অংশগ্রহণ করতে লিংকে যুক্ত হতে হবে।