উত্তরার রেস্তোরাঁয় আগুন নিভেছে

উত্তরার লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর উত্তরার লাভলীন রেস্তোরাঁর আগুন নিভেছে। আগুন লাগার তিন ঘণ্টার বেশি সময় পর তা নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে। আগুন লাগার পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্তোরাঁয় এ আগুন লাগে। আগুন নেভাতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আর তিনটার সময় একেবারে নেভানো হয় আগুন।

লাভলীন রেস্তোরাঁ ছিল ভবনের প্রথম তলায়। আর আগুন দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুন এই রেস্তোরাঁ থেকেই ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান আনোয়ারুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এ ঘটনায় ভবনের তৃতীয় তলা থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা স্বাভাবিক রয়েছে।