হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদা সিদ্দিক ২ দিনের রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মাসুদা সিদ্দিকের দুদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গতকাল রাতে রাজধানীর খিলক্ষেত থেকে মাসুদা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক নাজমুল হুদা। এ সময় আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মাসুদা সিদ্দিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সিরাজুল ব্যাপারী নামের এক যুবককে হত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানায় শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর মামলা হয়। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন সিরাজুল বেপারী। সেদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র–জনতার মিছিলে গুলি চালান স্থানীয় আওয়ামী লীগ–যুবলীগসহ অন্য নেতা–কর্মীরা। এতে গুলিবিদ্ধ হন সিরাজুল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাড্ডা থানা–পুলিশ আদালতকে জানিয়েছে, মাসুদা সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে এই মামলা হয়।