ঢাকার হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতা, অংশ নিলেন ২ হাজার ৫০০ দৌড়বিদ
ঢাকার হাতিরঝিলে আজ শুক্রবার সকালে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কি.মি. ২০২৫’ দৌড় প্রতিযোগিতা। বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে ২ হাজার ৫০০–এরও বেশি দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
ঢাকার ঐতিহ্য রক্ষা করার বার্তা দেওয়া এবং সুস্থ জীবনযাত্রার প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্যে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি ছিল এই আয়োজনের দ্বিতীয় সংস্করণ।
ভোর পাঁচটায় হাতিরঝিলের রেড ক্রিসেন্ট সদর দপ্তরের সামনে থেকে দৌড় শুরু হয়। দৌড়বিদেরা ঢাকা শহরের সুন্দর জায়গাগুলোর পাশ দিয়ে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। এ ছাড়া ১০.৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটার পর্যন্ত শিশুদের দৌড়ের আয়োজন করা হয়েছিল।
২৫ কিলোমিটার দৌড়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইমরান হাসান, যিনি ১ ঘন্টা ৩৩ মিনিট ২৯ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন। তানিম আল জিসান দ্বিতীয় এবং তাপস রঞ্জন ঘোষ তৃতীয় স্থান অধিকার করেন। একই বিভাগে নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন শাওলিন সিগমা , যিনি ২ ঘন্টা ৩ মিনিট ৭ সেকেন্ডে সময়ে দৌড় শেষ করেছেন। তার পরে ছিলেন পারুল দাস ও রেবেকা সুলতানা ভূইয়ান।
১০.৩ কিলোমিটার দৌড়ে পুরুষ বিভাগে দ্বীপ তালুকদার এবং নারী বিভাগে হামিদা আক্তার জেবা চ্যাম্পিয়ন হন। ৩ কিলোমিটার অভি ইসলাম কিডস রানে পুরুষ বিভাগে এবং নারী বিভাগে সামিহা স্নেহা প্রথম স্থান অধিকার করেন।
দৌড়ে বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, ‘আমরা আমাদের দ্বিতীয় আয়োজন নিয়ে খুবই গর্বিত।’
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রেস এক্সপো অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অংশগ্রহণকারীরা তাঁদের রেস কিট সংগ্রহ করেন এবং দেশের সেরা অ্যাডভেঞ্চার স্পোর্টসের অ্যাথলেটদের পুরস্কার দেন।
আয়োজনটির স্পনসররা ছিলেন টাইটেল স্পনসর তুরাগ অ্যাকটিভ, কো-স্পন্সর ক্লেমন, সহযোগী পার্টনার প্রথম আলো, ইলেকট্রোলাইট জুস পার্টনার তাকা ইলেকট্রোলাইট জুস, কফি পার্টনার আমা কফি, টি পার্টনার কাজী অ্যান্ড কাজী টি প্রভৃতি।