বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার দোকান: দুর্যোগ প্রতিমন্ত্রী
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায় সরকার সর্বোচ্চটুকু করবে। আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান তিনি।
আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দুপুরের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বঙ্গবাজারে আগুন লাগার পর সংলগ্ন অন্তত পাঁচটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সাহায্যকারী দল এসে যুক্ত হয়।
এই আগুনে অনেক ব্যবসায়ীর দোকানের সর্বস্ব পুড়ে গেছে। অনেক ব্যবসায়ীর একাধিক দোকান ছিল, কোনোটিই অক্ষত থাকেনি। আশপাশের মার্কেট থেকে কেউ কেউ তাঁদের মালামাল বের করে আনতে পেরেছিলেন। বঙ্গবাজার থেকে একপর্যায়ে আশপাশের একাধিক মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় এ যাবৎ ফায়ার সার্ভিসের আট কর্মী আহত হয়েছেন বলে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এই অগ্নিকাণ্ড ভয়াবহ। এখন যাঁরা আহত হয়েছেন, তাঁদের ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাড়ে ১৪ কেজি করে খাবার দেওয়ার কথা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি জানান, এর মধ্যে থাকবে চাল, ডাল, তেল ও মসলা।
এই আগুনের ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসনে যথাযথ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাঁদের পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।