ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

শেখ হাসিনাফাইল ছবি: বাসস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সংঘাতে শিশু নিহত হওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে ছয় বছর বয়সী শিশু জাবির ইব্রাহিম হত্যার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় এই মামলা হয়। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীসহ সারা দেশে ১২৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ১১২।

এসব মামলার আসামির তালিকায় শেখ হাসিনা ছাড়া তাঁর ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ডিএমপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

প্রতিটি মামলায় অভিযোগ, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে শেখ হাসিনাসহ অন্যদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা পুলিশ, র‍্যাব ও এপিবিএনকে সঙ্গে নিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে সবাই মারা গেছেন।

শিশু জাবির ইব্রাহিম হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়া তাঁর ছেলে সজীব ওয়াজেদ, আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র অতিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফসার উদ্দিন খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন মামলাটি করেন। এতে বলা হয়, ৫ আগস্ট উত্তরা ৪ নম্বর সেক্টর–সংলগ্ন এপিবিএনের উত্তর গেটে পুলিশ, র‍্যাব ও এপিবিএনের এলোপাতাড়ি গুলিতে বাবার সঙ্গে থাকা শিশু জাবির আহত হয়ে হাসপাতালে মারা যায়।

আরও পড়ুন