রাজধানীর বঙ্গবাজারে দোকান ছিল তিন ভাই জামাল মিয়া, চান মিয়া ও কামাল মিয়ার। ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছুই বের করতে পারেননি তাঁরা। সব হারিয়ে এখন শুধুই কাঁদছেন তিন ভাই।
আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের ৫০টি ইউনিট কাজ করছে। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ভয়াবহ আগুনে বঙ্গবাজারের বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বলেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা বলছেন, পুরো বাজারটিই একরকম শেষ হয়ে গেছে। ঘটনাস্থলে ব্যবসায়ীদের ছোটাছুটি ও কান্নাকাটি করতে দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।