জানালা দিয়ে ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ, ঘটনাস্থলেই মৃত্যু

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ বস্তিতে আজ বুধবার দুপুরে সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আয়েশা আক্তার (২৮) নামের এক গৃহবধূর গলায় লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই নারী জানালায় দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী প্রথম আলোকে বলেন, আজ বেলা আড়াইটার দিকে ২০ থেকে ৩০ যুবক মিলে ধারালো অস্ত্রের মুখে মামুন নামের এক ব্যক্তিকে জিম্মি করে মারধর করছিলেন। হামলাকারীদের মধ্যে দু-তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র ও কয়েকজনের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল। এ সময় কয়েকজন নারী ও স্থানীয় লোকজন এসে মারধরের শিকার মামুনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছোড়েন। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গৃহবধূ আয়েশার শরীরে লাগে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারধরের শিকার মামুন মাদক বিক্রেতা। আর হামলাকারী মমিন গ্রুপ চাঁদাবাজ। আজ দুপুরে মমিন বাউনিয়া বাঁধের মাদক বিক্রেতা মামুনের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাঁরা মামুনকে ধরে নিয়ে যাচ্ছিলেন। তখন মামুনের সহযোগীরাও সেখানে জড়ো হন। পাশের দোতলা বাড়ির জানালা দিয়ে মাথা বের করে ঘটনা দেখছিলেন গৃহবধূ আয়েশা। একপর্যায়ে মমিন গ্রুপ প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আয়েশার গলার নিচে লাগে। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। তাঁর স্বামী পেশায় ট্রাকচালক। পরে মমিন গ্রুপের লোকজন পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, হামলায় মামুন সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আয়েশার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।