আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে ভাঙচুর
রাজধানীর পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে ভাঙচুর চালানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আজ বুধবার রাজধানীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন এই তথ্য জানান।
রেজাউল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০০ থেকে ১৫০ ব্যক্তি মাঠের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে তারা অস্থায়ী বিশেষ আদালতের দরজা ভেঙে ফেলে। তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা মাঠে থাকা একটি ফোমের ও প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বলে জানান ওসি রেজাউল হোসেন। তিনি বলেন, এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি রেজাউল হোসেন। তিনি বলেন, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।