এবারও সুলভ মূল্যে দুধ–ডিম–মাংস বিক্রির ইচ্ছা প্রাণিসম্পদ অধিদপ্তরের
পবিত্র রমজানে এবারও সুলভ মূল্যে রাজধানীতে দুধ, ডিম ও মাংস বিক্রি করার ইচ্ছা আছে প্রাণিসম্পদ অধিদপ্তরের। আগামী বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু করতে চায় তারা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে অধিদপ্তরের পরিচালক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে।
সাধারণ মানুষও যেন রমজানে দুধ, ডিম ও মাংস খেতে পারে, তাই কয়েক বছর ধরে সুলভ মূল্যে এসব বিক্রি করে আসছে প্রাণিসম্পদ অধিদপ্তর। গত বছর প্রতিটি ভ্রাম্যমাণ কুলিং ভ্যানের মাধ্যমে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২০০ টাকা ও ডিম প্রতি হালি ৩০ টাকায় বিক্রি করেছে তারা।
সুলভ মূল্যে এবারও দুধ, ডিম, মাংস বিক্রি করার জন্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। তবে এবার কত দামে বিক্রি হবে, সেই দাম এখনো নির্ধারিত হয়নি বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা।
অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘আমরা তো এখানে ব্যবসা করব না। চেষ্টা করব, বাজার থেকে যেন কম দামে বিক্রি করতে পারি। কারণ, আমরা চাই গরিব মানুষও যেন দুধ, ডিম, মাংস রমজানে খেতে পারেন। তবে সবাই ভ্যান থেকে এসব কিনতে পারবেন।’