রাজধানীর কিছু এলাকায় যানজট, ভোগান্তি
সরকারি-বেসরকারি অধিকাংশ কার্যালয় বন্ধ থাকলেও আজ শনিবার রাজধানীর কিছু এলাকায় যানজট দেখা গেছে। বাড্ডা, রামপুরা, মালিবাগ, শাহবাগ, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েন বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষ।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অন্যান্য শনিবারের তুলনায় আজ ঢাকায় গাড়ির সংখ্যা অনেক বেশি। এ কারণে কিছু এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট ছিল। এ ছাড়া বিভিন্ন এলাকার রাস্তায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। এ কারণেও কিছু এলাকায় যানজট রয়েছে।
সরেজমিনে মেরুল বাড্ডা এলাকায় বেলা দুইটার দিকেও যানজট দেখা গেছে। অছিম পরিবহনের একটি বাসের চালক হাসান মিয়া প্রথম আলোকে বলেন, উত্তর বাড্ডা থেকে মেরুল বাড্ডা পর্যন্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। মেরুল বাড্ডা ইউলুপের পূর্ব পাশে রাস্তা কাটাকাটি চলছে। রাস্তার ওপরে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, যে কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রাফিক বিভাগের সবুজবাগ অঞ্চলের সহকারী কমিশনার নাহিদ ফেরদৌস প্রথম আলোকে বলেন, অফিস খোলা না থাকলেও আজ রাস্তায় গাড়ির উপস্থিতি বেশি। সকালের দিকে মালিবাগ এলাকায় সামান্য যানজট ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রাফিক পুলিশের একাধিক সার্জেন্টের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকায় রাস্তায় গাড়ি বেশি রয়েছে। এ কারণে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।