পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাবে চারুশিল্প প্রদর্শনী
ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পূর্বাচল প্রাঙ্গণে আজ শুক্রবার চার দিনব্যাপী চারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ক্লাব পরিচালনা পর্ষদ ও লিট সোসাইটি, লাইব্রেরি, প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন কমিটির উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
ক্যাডেট কলেজ ক্লাব সদস্য ও সাবেক ক্যাডেট এবং তাঁদের পরিবারের সদস্যদের করা ৫০টির বেশি চারুশিল্প স্থান পেয়েছে প্রদর্শনীতে। ক্যাডেট কলেজ ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের একটি পর্ব হিসেবে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হলো।
প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আবু মোহাম্মদ রইস। উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজের চারুকলার সাবেক শিক্ষক অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান।
প্রদর্শনীতে স্বাগত বক্তব্য দেন ক্লাব সদস্য কবি লুৎফুল হোসেন। ‘দৃশ্যকলার আলাপন’ শিরোনামে চারুশিল্প ও মননশীল চর্চা প্রসঙ্গে দুই পর্বে আলাপ ও কলাকৌশল নিয়ে কথা বলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। তিনি চিত্রকর্ম সৃষ্টি প্রসঙ্গে হাতে–কলমে পরামর্শও দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু মোহাম্মদ রইস। ক্লাব কার্যকরী পর্ষদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য দেন পরিচালক (প্রশাসন) আশরাফ হোসেন। আগত দর্শনার্থীরা প্রদর্শনী স্থান ঘুরে দেখেন।
প্রদর্শনীতে ক্লাব পরিচালনা পর্ষদের সদস্যরা, লিট সোসাইটি, লাইব্রেরি, প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন কমিটির সদস্যরা এবং ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করে ‘রচয়িতা’ প্রকাশনী।