বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর ফটকের সামনে থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার লাশটি উদ্ধার করা হয়। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্টন থানার পুলিশ।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউল হক প্রথম আলোকে বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর ফটকের সামনে যায় পুলিশ। সেখানে এক বৃদ্ধকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাঁকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসআই আলাউল হক আরও বলেন, যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স ৬০-৬৫ বছরের মধ্যে হতে পারে। তাঁর পরনে ছিল জ্যাকেট। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।