সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরাফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে সায়েন্স ল্যাব মোড়ে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে দুদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কোটা সংস্কারের দাবি ও বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে বিক্ষোভ করেন। এর আগে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কে অবস্থান নেন।

আরও পড়ুন

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি।

কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন। শিক্ষার্থীরা বলেছেন, সেখানে তাঁদের ছাত্রলীগ পেটায়। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়।

আরও পড়ুন