ভোরের সময়কে বেছে নেয় ছিনতাইকারীরা: ডিএমপি কমিশনার
ঢাকায় ভোরের সময়কে ছিনতাইকারীরা তাদের অপরাধ সংঘটনের সময় হিসেবে বেছে নিতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ শনিবার গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশের দুই সদস্যের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ঢাকার ছিনতাই পরিস্থিতি নিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। দুইটার পর রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। আরও কীভাবে আমাদের পুলিশিং কৌশল বৃদ্ধি করা যায়, সে বিষয় নিয়ে আমরা কাজ করছি।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যেসব ছিনতাইকারী শেষ রাতের দিককে ছিনতাই করার সময় হিসেবে বেছে নেয়, আশা করছি, তারা আর সেটা পারবে না। যে ঘটনাটা ঘটেছে (আজ ভোরে ফার্মগেটে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ডিএমপি ট্রাফিকের তেজগাঁও বিভাগের কনস্টেবল মিজানুর রহমান তালুকদার), সেটা নিয়ে কাজ করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’