গণ-অভ্যুত্থানে নিহত মিরাজ ও ইসমাইলের পরিবারের সঙ্গে উপদেষ্টা নাহিদের সাক্ষাৎ
গণ-অভ্যুত্থানে নিহত মিরাজ হোসেন ও মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপদেষ্টার কার্যালয়ে বুধবার এ সাক্ষাৎ হয়।
মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে মিরাজের বাবা তাঁর ছেলের ৫ আগস্টে মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্না করেন। ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
ইসমাইল হোসেন রাব্বির বোন তাঁর ভাইয়ের ময়নাতদন্ত না করার অনুরোধ করেন। তিনি অভিযোগ করে বলেন, হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তাঁরা মামলা করতে পারছেন না। ভাইয়ের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারেও তিনি উপদেষ্টার সহযোগিতা চান। নাহিদ ইসলাম তাঁকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
নাহিদ ইসলাম বলেন, সব শহীদ ও আহত ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে তাঁদের জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর কাজগুলো সহজ হবে।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।