রাজধানীর মেরাদিয়ায় বাসে আগুন, চালক দগ্ধ

আগুন
প্রতীকী ছবি

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ রোববার সকালে রাজধানীর মেরাদিয়ায় বাঁশপট্টি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অপর একটি বাসের চালক দগ্ধ হয়েছেন।

তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল শনিবার রাতে আড়াই ঘণ্টার ব্যবধানে ঢাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান ও সায়েদাবাদে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

মেরাদিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ বাসচালকের নাম সবুজ মিয়া (৩০)। তিনি রমজান পরিবহনের একটি বাস চালান। অছিম পরিবহনের একটি বাসে করে কাজে যাওয়ার পথে তিনি দগ্ধ হয়েছেন।

সবুজ মিয়ার স্ত্রী রুশেদা বেগম বলেন, তাঁরা দুই সন্তান নিয়ে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় ভাড়া থাকেন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। তাঁর স্বামী রমজান পরিবহনের একটি বাসের চালক। প্রতিদিন বেশ সকালেই বাসা বের হন তিনি। আজ অছিম পরিবহনের একটি বাসে করে তিনি মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় যান। সকাল সোয়া সাতটার দিকে বাসটি থেকে নামছিলেন তিনি, ঠিক তখনই দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। এতে তিনি দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, সবুজের শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে।

আজ থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধ আগামী মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হবে।

এর আগে গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনের অবরোধের ডাক দিয়েছিল বিএনপিসহ বিরোধী দলগুলো।

আরও পড়ুন