সোনারগাঁও ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে ফল-২০২২ সেশনে ভর্তি হওয়া সব বিভাগের নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে শুক্রবার। ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজ ও প্যাট্রন ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আবুল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. ওমর ফারুক, এসইউর উপউপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, ট্রেজারার অধ্যাপক মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক এম এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. আলমগীর হোসেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মীর মেহেদী হাসান টিটু, রেজিস্ট্রার এস এম নূরুল হুদা।