আজ শুরু হচ্ছে প্রথমার বিজয় বইমেলা
মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে প্রথমা প্রকাশনের আয়োজনে শুরু হচ্ছে বিজয় বইমেলা। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির প্রাঙ্গণে এ বইমেলা শুরু হবে।
১২ থেকে ২১ ডিসেম্বর ১০ দিনব্যাপী অনুষ্ঠেয় প্রথমার বিজয় বইমেলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটায় প্রথমার বিজয় বইমেলার অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান। শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ বক্তৃতা করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক সামিনা লুৎফা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশেষ বক্তৃতা করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
১৫ ডিসেম্বর রোববার বিকেল পাঁচটায় বক্তৃতা করবেন বিশিষ্ট রাজনৈতিক তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। ১৯ ডিসেম্বর লেখক মহিউদ্দিন আহমদের লেখা ও গবেষণা নিয়ে আলোচনা এবং ২০ ডিসেম্বর লেখক অধ্যাপক আসিফ নজরুলের লেখালেখি ও সাহিত্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া এসব অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পীরা।
প্রতিদিন মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় প্রথমা প্রকাশনের বইসহ দেশের বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যাবে। এ ছাড়া ভিনদেশি প্রকাশনীর বই ও পত্র–পত্রিকাও থাকবে। প্রথমা প্রকাশনের বইসহ অন্যান্য প্রতিষ্ঠানের কিছু বই ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়কৃত মূল্যে পাওয়া যাবে।