ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৩৩৭ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ২৫১ জন ভর্তি হয়েছেন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১৫৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৯ হাজার ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৩৯ জন, মৃত্যু হয়েছে ৪০ জনের।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।